রাতে ঘুমানোর আগে তেল ব্যবহার করবেন। চুলের গোড়ায় গোড়ায় মেসেজ করে পুরো চুলে তেল লাগাবেন। পরের দিন সকালে প্যাক লাগাবেন। ২থেকে ৩ চামুচ প্যাক নিবেন তার সাথে পরিমাণ মতো পানি, আর ১টা ডিম মিশাবেন। ৩০ মিনিটের জন্য রেখে দিবেন, ৩০ মিনিট পর পুরো চুলে লাগাবেন। ২ ঘন্টা পর চুল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন। সপ্তাহে ১ থেকে ২ বার ব্যবহার করবেন।